Directorate of Technical Education Job Circular 2021
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি DTE Job Circular ২০২১
DTE Job Circular 2021: কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরধীন বিভিন্ন প্রতিষ্ঠানের স্থায়ী পদসগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মোট ২৩ টি পদে মোট ২৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। পুরুষ ও নারী উভযেই আবেদন করতে পারবে । সকল জেলার প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যেমে আবেদন করতে পারবে। বিস্তারিত দেওয়া হল:
১.পদের নাম : ড্রাফটসম্যান
মোট পদ সংখ্যা : ০৭ টি।
শিক্ষাগত-যোগ্যতা : সিভিল (উড),সিভিল,আর্কিটেকচার, আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন,মেকানিক্যাল বা কন্সট্রাকশন টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
২.পদের নাম : গ্রন্থাগারিক/লাইব্রেরিয়ান
মোট পদ সংখ্যা : ০৫ টি।
শিক্ষাগত-যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
৩.পদের নাম: সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
মোট পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত-যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য-যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৮০ ও ৫০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫।
৪.পদের নাম : টুলস রুম এটেনডেন্ট (টিআরএ)
মোট পদ সংখ্যা : ০৪ টি।
শিক্ষাগত-যোগ্যতা : সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোক) পাশ অথবা এসএসসি (ভোক) বা দাখিল (ভোক)সহ সংশ্লিষ্ট বিষয়ে ২ বৎসরের অভিজ্ঞতা।
৫.পদের নাম : উচ্চমান সহকারী
মোট পদ সংখ্যা : ১০ টি।
শিক্ষাগত-যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।
৬.পদের নাম : ইউডিএ-কাম-ডাটা প্রসেসর
মোট পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত-যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।
৭.পদের নাম : হিসাব রক্ষক
মোট পদ সংখ্যা : ০৭ টি।
শিক্ষাগত-যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
৮.পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
মোট পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত-যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য-যোগ্যতা
: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৭০ ও ৪৫, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫।
৯.পদের নাম : লাইব্রেরিয়ান
মোট পদ সংখ্যা : ০৮ টি।
শিক্ষাগত-যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা।
১০.পদের নাম : ড্রাইভার (হেভী/লাইট)
মোট পদ সংখ্যা : ১০ টি।
শিক্ষাগত-যোগ্যতা : ৮ম শ্রেণী পাশ।
১১.পদের নাম : ইউডিএ-কাম-ডাটা প্রসেসর
মোট পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত-যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।
১২.পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
মোট পদ সংখ্যা : ৩৫ টি।
শিক্ষাগত-যোগ্যতা : এইচএসসি(HSC) পাশ।
১৩.পদের নাম : এলডিএ কাম ডাটাপ্রসেসর
মোট পদ সংখ্যা : ০৫ টি।
শিক্ষাগত-যোগ্যতা : এইচএসসি (HSC)পাশ।
১৪.পদের নাম : হিসাব সহকারী
মোট পদ সংখ্যা : ২২ টি।
শিক্ষাগত-যোগ্যতা : ব্যবসায় শিক্ষায় এইচএসসি(HSC) পাশ।
১৫.পদের নাম : ক্যাশিয়ার
মোট পদ সংখ্যা : ০২ টি।
শিক্ষাগত-যোগ্যতা : ব্যবসায় শিক্ষায় এইচএসসি (HSC)পাশ।
১৬.পদের নাম : সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার
মোট পদ সংখ্যা : ০৬ টি।
শিক্ষাগত-যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ।
১৭.পদের নাম : সহকারী লাইব্রেরিয়ান
মোট পদ সংখ্যা : ০২ টি।
শিক্ষাগত-যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ।
১৮.পদের নাম : ল্যাবরেটরী-সহকারী (বিজ্ঞান)
মোট পদ সংখ্যা : ৯৮ টি।
শিক্ষাগত-যোগ্যতা : এইচএসসি(HSC) পাশ অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোক)।
১৯.পদের নাম : ল্যাবরেটরী সহকারী (টেক)
মোট পদ সংখ্যা : ২১ টি।
শিক্ষাগত-যোগ্যতা : এইচএসসি পাশ অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোক)।
২০.পদের নাম : ল্যাবরেটরী সহকারী (টেক)
মোট পদ সংখ্যা : ১০ টি।
শিক্ষাগত-যোগ্যতা : এইচএসসি(HSC) পাশ অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোক)।
২১.পদের নাম : ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর
মোট পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত-যোগ্যতা : এসএসসি(SSC) পাশ অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোক)।
২২.পদের নাম : ক্যাশ সরকার
মোট পদ সংখ্যা : ০৯ টি।
শিক্ষাগত-যোগ্যতা : এইচএসসি(SSC) পাশ।
২৩.পদের নাম : ইলেকট্রিশিয়ান
মোট পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত-যোগ্যতা : এসএসসি(SSC) পাশ অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোক)।
২৪.পদের নাম : স্কীল্ডম্যান
মোট পদ সংখ্যা : ১৪ টি।
শিক্ষাগত-যোগ্যতা : গ্লাস ও সিরামিক ট্রেডে এসএসসি (ভোক)।
আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেন করতে পারবেন এই http://dter.teletalk.com.bd ওয়েবসাইটের ।
আবেদন শুরু : ১৫ জুন ২০২১ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ : ১৬ জুলাই ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত দেখুন: